তিন হাজার জনবল ছাঁটাই করছে ফোর্ড

২২ আগষ্ট, ২০২২ ২৩:১৯  
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি প্রায় তিন হাজার জনবল ছাঁটাই করবে। এর মধ্যে অধিকাংশই উত্তর আমেরিকা ও ভারতের কর্মী। খবর রয়টার্স। খবরে বলা হয়, বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক উভয় ধরণের কর্মীই ছাঁড়াই করা হচ্ছে। মূলত টেসলার সাথে পাল্লা দিয়ে সফটওয়্যারভিত্তিক ইলেকট্রিক গাড়ি তৈরিতে মনযোগ দিতে কোম্পানিকে ঢেলে সাজানোর পরিকল্পনায় এই সিদ্ধান্ত নিয়েছে ফোর্ড। ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফার্লে গত কয়েক মাস ধরেই বলছেন যে, কোম্পানির অনেক লোক রয়েছে। তবে অটো ইন্ডাস্ট্রিকে ইলেকট্রিক গাড়ি ও ডিজিটাল সেবায় রূপান্তরে যে দক্ষতার দরকার তেমন দক্ষতার লোকবলের অভাব রয়েছে। কর্মীদের পাঠানো বার্তায় ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফার্লে ও চেয়ারম্যান বিল ফোর্ড জানান, আমরা কিছু কাজকে বাদ দিচ্ছি এবং ব্যবসায়কে নতুনরূপে ঢেলে সাজানো ও সাধারণ করতে কাজ করা হবে। চলতি সপ্তাহেই এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। এই খবর প্রকাশের পরেই ওয়াল স্ট্রিটে ফোর্ডের শেয়ারের মূল্য ৪.৮ শতাংশ কমে গেছে। ডিবিটেক/বিএমটি